অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে রক্ষা পেল না পাচারকারী, পুলিশের হাতে আটক গাড়ি সহ গাঁজা!!
গাঁজা পাচার করতে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলোনা, ধরা পড়তে হল পুলিশের কাছে ৷
রবিবার রাতে কুমারঘাট ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথের কাছে একটি গোপন খবর আসে যে, আগরতলা থেকে একটি বিলাশ বহুল মারুতি গাড়ি করে আসামের উদ্যেশ্যে গাঁজা পাচার হবে ৷ সেই খবরের ভিত্তিতে ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথ সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীদের নিয়ে কুমারঘাট ৯১ মাইল এলাকায় জাতীয় সড়কে উৎ পেতে বসে থাকে ৷ পরে রাতে আগরতলা দিক থেকে নম্বরবিহীন পেছোনে ও সামনে Advocate এর সিম্বল লাগানো এবং গাড়িটির সামনে জাতীয় পতাকা লাগানো একটি গাড়ি আসতেই, গাড়িটিকে কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীরা দাঁড়ানোর জন্য বললে, গাড়িটি সেখান থেকে ট্রাফিক সিগন্যাল ভেঙে পালিয়ে যায় ৷ পরে ট্রাফিক ইউনিটের ইনচার্জ পঙ্কজ দেবনাথ সাথে সাথেই গাড়িটিকে আটকানোর জন্য পেঁচারথল থানায় খবর পাঠায় ৷ পরে পেঁচারথল থানার পুলিশ গাড়িটিকে ধাও করে দংছড়া এলাকায় গাড়িটিকে আটক করলেও গাড়িতে থাকা গাঁজা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন কুমারঘাট মহকুমা পলিশ আধিকারিক কমৌ দেববর্মা ৷ মহকুমা পুলিশ আধিকারিক সহ পেঁচারথল থানার ওসি সুমন আচার্য এবং সাব ইন্সপেক্টর দুলালচন্দ্র ভৌমিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেটে মোট ১৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ৷ পরে পুলিশ গাড়িটিকে পেঁচারথল থানায় নিয়ে যায় ৷ এ ব্যপারে পুলিশ একটি NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ৷ সোমবার উদ্ধারকৃত গাঁজাগুলি ঊনকোটি জেলা ও দায়রা জর্জের আদালতে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধাকৃত শুকনো গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ২৭ লক্ষ টাকা ৷ তবে এই যাত্রায় পাচারকারীরা গাড়িতে Advocate এর স্টিকার সহ গাড়ির সামনে জাতীয় পতাকা লাগিয়ে একেবারে VIP গাড়ির মতো সাজিয়ে গাঁজা বোঝাই করে পাচার করছিলো যাতে করে গাড়িটিকে দেখে পুলিশের কোনো ধরনের সন্দেহ না হয় ৷ অবশেষে গাঁজা পাচারকারীদের এই ধরনের কৌশলও কাজে লাগলোনা ৷ গাড়ি সহ শুকনো গাঁজা আটক হল পুলিশের কাছে ৷