আগরতলা পুর নিগমের উদ্যোগে মঙ্গলবার পুনরায় বটতলা বাজার এলাকার বেআইনি পার্কিং ও দোকানের বাইরে সামগ্রী রেখে ব্যবসা করার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। মেয়র, নিজে দাঁড়িয়ে থেকে বেআইনি পার্কিং সহ ফুটপাতে বসে থাকা দোকান ভেঙ্গে দেন।শুধু তাই নয়, বটতলা বাজারের ভেতর যে যে দোকানগুলিতে বেআইনি ভাবে চোলাই মদ বিক্রি এবং মদের আসর বসে, সেই দোকানগুলিকে ডজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। মেয়র জানান, এটা আমাদের প্রতিশ্রুতি ছিলো যে শহরকে যানজট মুক্ত রাখা। এর আগেও অভিযান চালানো হয়েছিল। কিন্তু ক’দিন যেতেই আবার যে কে সেই। মানু আমাদের কাছে বার বার অভিযোগ জানাচ্ছিলো। তাই আবার এই অভিযান চালানো হয়েছে। সারা শহর জুড়েই ধাপে ধাপে এই অভিযান চালানো হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।