অবৈধভাবে কমিটি ঘোষণা করতে চাইছে স্বার্থান্বেষী, ক্ষোভ ভক্তদের ! !
শ্রী শ্রী রামঠাকুরের আদেশ অনুসারে বাংলাদেশের বর্তমান কৈবল্য ধামে মহন্থ মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য্য স্বীস্কৃতি অনুযায়ী ত্রিপুরার ৬৪ টি শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দি,মঠ ও মিশন প্রতিষ্ঠিত আছে ৷
কিন্ত পরিতাপের বিষয় শ্রীশ্রী রামচন্দ্র দেবের আদেশ পরিপন্থী স্বার্থান্বেষী প্রাণগোপাল সাহা এবং সুভাষ চক্রবর্তীর যোগসাজসে অবৈধভাবে শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির ত্রিপুরা কেন্দ্রীয় পরিচালন কমিটির নামে আগামী ৪ জুন রাজ্য কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে ৷ ফলে শ্রীশ্রী রামঠাকুরের আধ্যাত্মিক ভাবাদর্শে বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষের গুঞ্জন সৃষ্টি হয়েছে ৷
এর পেছোনে কি স্বার্থ রয়েছে তা জানতে চান ভক্তরা ৷ মঙ্গলবার রাজধানীর বনমালীপুর শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মন্দিরের সম্পাদক স্বপন কুমার বনিক ৷ তিনি আরো বলেন প্রাণ গোপাল সাহা পঞ্চমুখ আশ্রমের হয়ে এভাবে অবৈধ কাজ করার চেষ্টা করছে ৷ এভাবে কমিটি গঠন করার আগে কৈবল্যনাথের সপ্তম মহন্থ মহারাজ কালিপদ ভট্টাচার্য্যের পরামর্শ নেওয়া যে দরকার ছিল বলে জানান তিনি ৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টাউন প্রতাপগড়ের শ্রীশ্রী রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দিরের সম্পাদক নিমাই কর ৷