সমাজের অন্তিম ব্যক্তির কাছে উন্নত স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য । কদমতলা, ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী বলেন, নতুন ভবন পেয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং চিকিৎসকদের মধ্যে সেবামূলক মানসিকতা দেখে আমার খুব ভালো লাগলো ।