শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং কৃতিত্বের জন্য ত্রিপুরার বিভিন্ন উল্লেখযোগ্য স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানাতে গত ১৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে গেলো “KEI shiksha Ratna Smman 2022”।
এই সুন্দর অনুষ্ঠানের কারিগর ‘কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট’-এর কর্নধার উমা ভট্টাচার্য্য এবং তাঁর সম্পুর্ণ টিম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা। উপ-মুখ্যমন্ত্রী এবং কিংস্টন এর সেক্রেটারি নিজের হাতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকাদের সংবর্ধনা দেন।
কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট এর সেক্রেটারি ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার শিক্ষা দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরায় এমন সুন্দর এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলার জন্য