পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের বাণীসমৃদ্ধ মঙ্গলালোকে উদ্ভাসিত পথ, আমাদের আধ্যাত্মিক শুভ চেতনা উদ্ভাসিত করে l ঠাকুর নির্দেশিত এই ভাবনাই উজ্জ্বলতর আগামীর দিশা প্রদর্শক ও আমার ব্যক্তিজীবনে সঠিক পথ চয়নে অনুপ্রেরণার সঞ্চারক l জন্মদিনের সকালে অনুকূল ঠাকুরের মন্দিরে প্রার্থনা করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।