আগামীদিনে জনগণ যাতে দ্বিতীয় বারের জন্য বিজেপিকে সরকারে আনতে পারে তাই মায়ের কাছে প্রার্থনা করলাম। ৬০টি বিধানসভা আসনের মধ্যে অধিক আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে বিজেপি। ভারতীয় জনতা পার্টির প্রদেশ নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উদ্বোধনের পাশাপাশি এই নতুন বিজেপি কার্যালয়ে গৃহ পূজার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অনান্যরা।