আজ ডুকলী ব্লকের আনন্দনগর এলাকায় ১০ নং রোডে ‘অটল বিহারী বাজপেয়ী সরণি’ – এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । সঙ্গে ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। আগে এই রাস্তাটি আগে ইট সলিং অবস্থায় ছিল। এখন এটিকে পেভার ব্লকের মাধ্যমে সংস্কার করা হয়েছে। এখন এই রাস্তা দিয়ে সব ঋতুতে স্বাচ্ছন্দে চলাচল করতে পারবেন সাধারণ মানুষ
।