অটল বিহারি বাজপেয়ীকে কোনও বইয়ে সীমাবদ্ধ করা যাবেনা। তাঁকে নিয়ে আলোচনা করেও শেষ করা যাবেনা। কেননা, তাঁর ব্যক্তিত্ব, জীবনাদর্শ,কর্মজীবন সমুদ্রের চাইতেও বড়। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে শ্রদ্ধা জানিয়ে একথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। আগামী বিধানসভা নির্বাচনে দলীয় কার্যাকর্তাদের উজ্জীবিত হয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।