প্রায় ৩.১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সর্বসুবিধাযুক্ত এই প্রশিক্ষণ কেন্দ্র অত্র অঞ্চলের জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অগ্নিনির্বাপক দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বিগত সাড়ে চার বছরে অগ্নিনির্বাপক দপ্তরের সাফল্য নিয়ে বর্ণিত একটি বুকলেটের আবরন উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়িকা মিমি মজুমদার সহ অনান্যরা।