অকৃত্রিম ভালোবাসা! অসীম স্নেহ! অটুট বিশ্বাস!
ভারতীয় জনতা পার্টির প্রতি এই বিশ্বাসের জন্য আমি সমগ্র বড়দোয়ালীবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকারের বিপুল জয়ের পর আজ টাউন বড়দোয়ালীতে সুবিশাল ও ভব্য বিজয় উৎসবে অংশগ্রহণ করি।
এই উচ্ছাস ও আশীর্বাদকে মাথায় নিয়ে আগামীতে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর মার্গদর্শনে উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ আরো উদ্যমের সহিত হবে বলে আমি সুনিশ্চিত। বড়দোয়ালী কেন্দ্রের বিজয় মিছিলে অংশ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার।